‘নিঃশব্দ’ ভোটের আশায় নির্দল প্রার্থী বুদ্ধিমান
বর্তমান | ১৪ নভেম্বর ২০২৪
সংবাদদাতা, আলিপুরদুয়ার: মাদারিহাটের উপ নির্বাচনে বিজেপির ভোট কাটতে বুধবার বাগানে বাগানে ঘুরলেন নির্দল প্রার্থী বুদ্ধিমান লামা। দলমোড়, রামঝোরা, বান্দাপানি, গ্যারগেন্দা, লঙ্কাপাড়া, হাণ্টাপাড়া, তুলসীপাড়া বা ধুমচিপাড়া চা বাগানে এদিন দিনভর নির্দল প্রার্থীকে দেখা গিয়েছে। রাজনৈতিক মহলের ধারণা, নির্দল প্রার্থী বিজেপির গোর্খা ভোট ব্যাঙ্কেই থাবা বসাবেন। এদিন বন্ধ দলমোড় চা বাগানের বুথে দাঁড়িয়ে তরুণ নির্দল প্রার্থী বুদ্ধিমানবাবু স্মিত হেসে ইঙ্গিতপূর্ণভাবে বলেন, এটুকু বলতে পারি আমার পক্ষে নিঃশব্দ ভোট হবে। তবে আমি সব সম্প্রদায়েরই ভোট পাব।
Link to this news (বর্তমান)