বাড়ির মালিক আমিরুল হক জানান, মঙ্গলবার তাঁরা জলপাইগুড়ি গিয়েছিলেন, এক আত্মীয়ের বাড়ির অনুষ্ঠানে। রাত দশটায় বাড়ি ফিরে দেখেন, গেটের তালা ভাঙা। ঘরের ভিতরে আলমারি ভাঙা। খবর দেওয়া হয় চোপড়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস। বুধবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাড়ির মালিক। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস।