• ইসলামপুরে ‘বাংলা মোদের গর্ব’ অনুষ্ঠান
    বর্তমান | ১৪ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, ইসলামপুর: এবার রাজ্য সরকারের ‘বাংলা মোদের গর্ব’ অনুষ্ঠান  হবে ইসলামপুরে। তার প্রস্তুতি নিয়ে প্রশাসনিক আধিকারিক, ব্যবসায়ীদের  নিয়ে বৈঠক করেন ইসলামপুরের মহকুমাশাসক প্রিয়া যাদব। বুধবার বিবেকানন্দ সভাগৃহে এই বৈঠকে ছিলেন বিডিও দীপান্বিতা বর্মন, পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক (ডিআইসিও) শুভম চক্রবর্তী, এসডিআইসিও শুভদীপ দাস, থানার আইসি হীরক বিশ্বাস প্রমুখ।


    আগামী ২২ থেকে ২৪ নভেম্বর, তিনদিন ইসলামপুর কোর্ট ময়দানে বাংলা মোদের গর্ব অনুষ্ঠানটি হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা ও প্রদর্শনী থাকবে। প্রতিবছর জেলাস্তরে একটি জায়গায় এই অনুষ্ঠান হয়। গতবছর কালিয়াগঞ্জে হয়েছিল। এবার ইসলামপুরে হতে চলেছে।
  • Link to this news (বর্তমান)