• মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
    বর্তমান | ১৪ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, তপন: তপনের শালগাঁয়ে এক ব্যক্তিকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ তিনজনের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গুড়াইল অঞ্চলের শালগাঁওয়ের বাসিন্দা মজিবর মণ্ডল। তাঁর অভিযোগ, ১১ নভেম্বর বাজারে যাওয়ার সময় তাঁর উপর তিনজন চড়াও হয়। মারধর করে এবং  টাকা ছিনিয়ে নেয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। 
  • Link to this news (বর্তমান)