যোগীধুরায় কন্ট্রোল রুম খুলে ভোট পরিচালনা প্রকাশচিক বরাইকের
বর্তমান | ১৪ নভেম্বর ২০২৪
সংবাদদাতা, আলিপুরদুয়ার: মাদারিহাট বিধানসভার ভোটার নন। তাই লাগোয়া বিধানসভা ফালাকাটার যোগীধুরায় প্রাক্তন দলীয় প্রধান রাজেশ ওরাওঁয়ের বাড়িতে কন্ট্রোল রুম খোলা হয়েছিল। সেই কন্ট্রোল রুমেই বুধবার দিনভর মাদারিহাটের ভোট পরিচালনা করলেন তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইক। সঙ্গে ছিলেন দলের ভোট ম্যানেজার গঙ্গাপ্রসাদ শর্মা। কন্ট্রোল রুমে কিছুক্ষণের জন্য এসেছিলেন প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তীও।
কন্ট্রোল রুম থেকেই ফোনে মাদারিহাট বিধানসভায় বুথের দলীয় কর্মীদের দফায় দফায় দিনভর নির্দেশ দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি। খোঁজ নিয়েছেন বাগানের সব বুথে দলীয় ক্যাম্প আছে কি না। আর বুথ আঁকড়ে পড়ে থাকার জন্য দলীয় কর্মীদের পাখি পড়ার মতো পালা করে ফোনে নির্দেশ দিয়ে গিয়েছেন গঙ্গাপ্রসাদ শর্মা। কন্ট্রোল রুমের সঙ্গে সমন্বয় রেখে দলীয় প্রার্থী জয়প্রকাশ টোপ্পো দলবল নিয়ে ঘুরেছেন বিধানসভার বুথে বুথে। অন্যদিকে, মাদারিহাটে বিজেপির মূল কাণ্ডারি এমপি মনোজ টিগ্গা ভোটের দিন কার্যত বাড়িতেই ছিলেন। কোনও বুথে সমস্যা হচ্ছে শোনার পর দলীয় প্রার্থী রাহুল লোহারকে সেখানে যাওয়ার পরামর্শ দিয়েছেন। মনোজ টিগ্গা বলেন, আমি উদ্বেগে ছিলাম না। তবে তৃণমূল বহু বুথে ছাপ্পা মেরেছে। বহু বুথে তৃণমূল সন্ত্রাস করে আমাদের দলের এজেন্টদের বসতেই দেয়নি।
যদিও দিনের শেষে তৃণমূলের জেলা সভাপতি প্রকাশচিক বরাইক বলেন, মাদারিহাটের উপ নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। কেউ বলতে পারবে না ভোটের দিন কোনও অশান্তি হয়েছে। আমরা একশো শতাংশ নিশ্চিত মাদারিহাটের উপ নির্বাচনে আমাদের দলই জিতছে। আসলে ভোটে হার নিশ্চিত জেনে মনোজ টিগ্গা সন্ত্রাস, ছাপ্পার আষাঢ়ে গল্পের কথা বলছেন।