সংবাদদাতা, রায়গঞ্জ: পথ দুর্ঘটনায় গুরুতর জখম ব্যক্তির রায়গঞ্জ মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল। মৃত ব্যক্তির নাম অজিত দাস (৪১)। বাড়ি রায়গঞ্জের মধুপুর এলাকায়। গত বৃহস্পতিবার মধুপুর এলাকায় ১২ নং জাতীয় সড়কে একটি লরি তাঁকে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে অজিতকে রায়গঞ্জ মেডিক্যাল নিয়ে যাওয়া হয়। পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। পরে ফের রায়গঞ্জ মেডিক্যালে ভর্তি করা হয়। বুধবার ভোরে সেখানেই তাঁর মৃত্যু হয়।