• দিনভর উৎসবের মেজাজে ভোট, খুঁজেই পাওয়া গেল না পদ্মপার্টির নির্বাচনী ক্যাম্প
    বর্তমান | ১৪ নভেম্বর ২০২৪
  • প্রকৃতিরঞ্জন সরকার, গোসানিমারি: মাত্র সাতমাস আগেই হয়েছে লোকসভা নির্বাচন। সেই নির্বাচনে গোসানিমারিতে বিজেপি দাপিয়ে ভোট করালেও সিতাই বিধানসভা উপ নির্বাচনে ধরা পড়ল একেবারে ভিন্ন চিত্র। বুধবার ভোট হলেও, এদিন গোসানিমারির কোথাও দেখা গেল না পদ্ম পার্টির ফ্ল্যাগ, ফেস্টুন। শুধু তাই নয়, তাদের নির্বাচনী ক্যাম্পও খুঁজে পাওয়া গেল না গোসানিমারির ইতিউতি। অপরদিকে, সকাল থেকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে দেখা গেল দাপিয়ে ভোট করাতে। উৎসবের মেজাজেই ভোট দিলেন ভোটাররা।  


    তৃণমূলের দিনহাটা-১ ব্লক সভাপতি মিঠুন চক্রবর্তী বলেন, বিজেপি ভোটপাখি। ভোট নিয়ে উড়ে যায়। এলাকায় দেখা যায় না ওই দলের জনপ্রতিনিদের। এখন কোন মুখে বের হবেন ওদের দলের নেতারা। আমরা সারা বছর লোকজনের সঙ্গে থাকি। আপদে বিপদে ছুটে যাই। তাই ভোটের ময়দানে আমরাই আছি, ওরা ভ্যানিশ। তিনি আরও বলেন, ভোট খুব শান্তিপূর্ণভাবে হয়েছে। মানুষ তার মূল্যবান মতামত তৃণমূলের পক্ষেই দিয়েছে, এই বিশ্বাস আমাদের। 


    এদিন সকাল থেকেই গোসানিমারির বিভিন্ন বুথে লোকজনকে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গিয়েছে। উৎসাহ নিয়েই ভোট দেয় লোকজন। কোথাও কোথাও আবার বসেছিল অস্থায়ী ছোটখাট খাবরের দোকান। কোচবিহার জেলা পরিষদের সদস্য শ্রাবণী চট্টোপাধ্যায় ঝা বলেন, উপ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে হয়েছে। বিরোধীরা যতই চিৎকার চেঁচামেচি করুক ওদের কোনও অভিযোগ ধোপে টেকেনি। আসলে ওদের পায়ের তলায় মাটি নেই। মানুষ অনেকদিন আগেই ওদের প্রত্যাখ্যান করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন ভোটাররা। ২৩ নভেম্বর নির্বাচনের ফল ঘোষণার পর সেটা আরও একবার প্রমাণিত হবে। যদিও বিজেপির কোচবিহার জেলা কমিটির সাধারণ সম্পাদক তথা সিতাই উপ নির্বাচনের কনভেনর অভিজিৎ বর্মন বলেন, রাত থেকে সন্ত্রাস চালিয়েছে তৃণমূল। কর্মীদের ভয় দেখানো হয়েছে। এরপরেও সাধারণ ভোটাররা বিজেপির পক্ষেই আছেন বলে আমরা আশাবাদী।
  • Link to this news (বর্তমান)