সংবাদদাতা, নাগরাকাটা: গোরুমারায় গন্ডার শিকার সহ বন্যপ্রাণী হত্যা রুখতে বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত মালবাজার বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন হোটেলে স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালায় বনকর্মীরা। নেতৃত্বে ছিলেন মাল স্কোয়াডের রেঞ্জার কিশলয় বিকাশ দে সহ বনকর্মীরা। ছিল গোরুমারা বনবিভাগের প্রশিক্ষিত কুকুর অরল্যান্ডো। তারা বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন লজ ও হোটেলে গিয়ে তাদের রেজিস্ট্রার দেখেন। গত কয়েকদিনে কারা এসেছে, তাদের নাম ঠিকানা নথিভুক্ত করেন। স্নিফার ডগ নিয়ে হোটেল, লজ ও আশেপাশের এলাকায় তল্লাশি করেন। মালস্কোয়াডের রেঞ্জার বলেন, খবর আছে অরুণাচল, মনিপুর থেকে কিছু বন্যপ্রাণ চোরাচালানকারী গোরুমারা বনাঞ্চল এলাকায় এসেছে। এদের খোঁজে এখানে তল্লাশি চালানো হয়। কিছুদিন আগে নাগরাকাটা এলাকায় বিভাগীয় বনকর্তার নেতৃত্বে তল্লাশি করা হয়।