• শিলিগুড়িতে যুবতী খুনের ঘটনায় তদন্তে ফরেন্সিক
    বর্তমান | ১৪ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়িতে ফ্ল্যাটে যুবতী খুনের ঘটনা নিয়ে তদন্তে নামল ফরেন্সিক টিম। বুধবার জলপাইগুড়ি থেকে ফরেন্সিক বিভাগের তিন সদস্যের টিম শহরে আসে। তাঁরা ভানুনগরের সেই ফ্ল্যাটে যান। তাঁরা সেখান থেকে বিছানার চাদর, রক্তমাখা কাপড়, ফিঙ্গার প্রিন্টের নমুনা প্রভৃতি সংগ্রহ করেন। তবে, এখনও পর্যন্ত ওই খুনের ঘটনার কিনারা হয়নি। পুলিস এখনও পর্যন্ত ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি। ঘটনায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার হয়নি। প্রসঙ্গত, গত শুক্রবার ফ্ল্যাট থেকে ওই যুবতীর গলাকাটা দেহ উদ্ধার হয়।   
  • Link to this news (বর্তমান)