সংবাদদাতা, শীতলকুচি: বুধবার ছোট শালবাড়ি অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হল। ফাইনালে দ্বিতীয় খণ্ড কুর্শামারি বড় গদাইখোড়া বুথকে ৭রানে হারিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় খণ্ড কুর্শামারি ২০২রান করে। বাবাই বর্মন ৫৪ রান করেন। বড় গদাইখোড়ার উৎপল সরকার চারটি উইকেট নেন। পরে ব্যাট করতে নেমে বড় গদাইখোড়া ১৯৬ রানে অলআউট হয়ে যায়। উৎপল সরকার ১৪ বলে ৬৪ রান করেন ও দেবাশিস দেবনাথ ৫৬রান করেন। ম্যাচের সেরা উৎপল সরকার ও টুর্নামেন্ট সেরা রাজ হোসেন।