• দুই তুষার চিতা, চার রেড পান্ডা শাবকের নামকরণ মুখ্যমন্ত্রীর
    বর্তমান | ১৪ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং: পাহাড় সফরের তৃতীয় দিনের জনসংযোগ পর্বে বুধবার শৈলশহরে পদ্মজা নাইডু হিমালয়ান জ্যুলজিক্যাল পার্কে সদ্যোজাত তুষার চিতা আর রেড পান্ডা শাবকদের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রিচমন্ড হিলের আবাস থেকে পায়ে হেঁটে পাহাড়ের বিভিন্ন প্রান্তে জনসংযোগ শুরু করেন মমতা। পৌঁছে যান চিড়িয়াখানায়। তাঁকে স্বাগত জানান ডিরেক্টর ডঃ বাসবরাজ এস হোলাইচি। এরপর সদ্যোজাত দুটি তুষার চিতা শাবকের নামকরণ করেন মুখ্যমন্ত্রী। একটির নাম চার্মিং, অপরটির ডার্লিং। দার্জিলিং চিড়িয়াখানায় তুষার চিতার সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। সদ্যোজাত চার রেড পান্ডা শাবকের নাম দেন ড্রিম, ভিক্ট্রি, হিলি এবং পাহাড়িয়া। এই নিয়ে সেখানে রেড পান্ডার সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯। 


    জনসংযোগ পর্বে সুইৎজারল্যান্ডের জুরিখের বাসিন্দা এক মহিলা পর্যটকের সঙ্গে দেখা হয় মমতার। মুখ্যমন্ত্রীর ছবি তোলেন মহিলা। উচ্ছ্বসিত মমতা তাঁকে বলেন, কেমন লাগছে দার্জিলিং? এটাও কিন্তু স্কটল্যান্ড! সায় দেন মহিলা। থাইল্যান্ডের একদল পর্যটক দার্জিলিং নিয়ে তাঁদের অসাধারণ উপলব্ধির কথা জানান মমতাকে। হাওড়ার বাগনানের একদল নির্মাণ শ্রমিকের সঙ্গে চৌরাস্তা যাওয়ার পথে দেখা হয় মুখ্যমন্ত্রীর। ‘দিদি দিদি’ ডাকের উচ্ছ্বাসের মধ্যেই তাঁদের জন্য মুখ্যমন্ত্রীর পরামর্শ, ‘শরীরের দিকে নজর দিও। প্রয়োজনীয় ওষুধপত্র সঙ্গে রেখ। কোনও সমস্যা বা প্রয়োজন হলে আমাদের শ্রমদপ্তরের পোর্টালে যোগাযোগ করবে। মনে রাখবে, দিদি আর দিদির সরকার তোমাদের পাশে আছে।
  • Link to this news (বর্তমান)