• বিলুপ্তির পথে ‘ছ’পেয়ে বাঘ’, সংরক্ষণের লক্ষ্যে আলোচনা সভা
    বর্তমান | ১৪ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুন্দরবনের র‌য়্যাল বেঙ্গল টাইগার শুধু এ রাজ্যের গর্ব নয়, ভারতের জাতীয় পশুও বটে। সেই বাঘও এখন রাজ্য সহ গোটা এশিয়াতেই একটি বিপন্ন প্রজাতি। সেই সঙ্গে এ রাজ্যের আরও এক ধরনের ‘বাঘ’-এর অস্তিত্ব সঙ্কটে। ছ’পেয়ে এই ‘বাঘ’ আদতে একটি পোকা, যার পোশাকি নাম টাইগার বিটল। পোকাটি এতটাই গুরুত্বপূর্ণ যে এর সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে ও সংরক্ষণের বার্তা দিতে ১১ নভেম্বর বিশ্বজুড়ে পালিত হয় টাইগার বিটল ডে। দার্জিলিংয়ের একাধিক জায়গায় এই পোকার দেখা মিলেছে। কিন্তু চা এবং অন্যান্য ফসল ও ভেষজ উদ্ভিদের চাষ, খনিজ শিল্প, পর্যটন এবং বেলাগাম নগরায়নের কারণে বাঘের চেয়েও দ্রুত বিলুপ্তির পথে পোকাটি। বিজ্ঞানী ডেভিড প্যাটারসন দীর্ঘদিন এই পোকার উপর গবেষণা করছেন। তাঁর জন্মদিনকেই ‘ওয়ার্ল্ড টাইগার বিটল ডে’ হিসেবে ঘোষণা করা হয়েছে। আইইউসিএন (ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজার্ভেশন অব নেচার)-এর তালিকাভুক্ত এই বিপন্ন প্রাণীর সংরক্ষণ সংক্রান্ত আলোচনায় সম্প্রতি কোয়েম্বাটুরের কার্ল কুবেল ইনস্টিটিউটে মিলিত হয়েছিলেন পরিবেশ বিষয়ক একাধিক এনজিও’র প্রতিনিধি।
  • Link to this news (বর্তমান)