• কল্যাণী এক্সপ্রেসওয়েতে বাইক দুর্ঘটনা, মৃত যুবক
    বর্তমান | ১৪ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বুধবার বিকেলে কল্যাণী এক্সপ্রেসওয়েতে কাঁচড়াপাড়াগামী একটি বাইক বেপরোয়া গতির ফলে দুর্ঘটনার কবলে পড়ে। মৃত্যু হয়েছে একজনের। পুলিস জানিয়েছে, প্রচণ্ড গতির ফলেই দুর্ঘটনা। এমনকী বাইকটির চাকাও ভেঙে যায়। দু’জন বাইক আরোহী গুরুতর জখম হন। এর পরেই স্থানীয় মানুষ বারাকপুর ট্রাফিক পুলিসের তৎপরতায় দুই আশঙ্কাজনক বাইক আরোহীকে উদ্ধার করে কল্যাণী জেএনএম হাসপাতালে পাঠান। সেখানে এক যুবক মারা যান। মৃত যুবকের নাম অজয় কৃষ্ণ। বয়স ২৫। বাড়ি বিজপুরের শরৎপল্লিতে। অপরজনের অবস্থাও আশঙ্কাজনক। নতুন বাইক কিনে বারাকপুর থেকে বাড়ির পথে প্রচণ্ড গতিতে আসছিলেন তাঁরা।


    (দুর্ঘটনাস্থলে পড়ে রয়েছে বাইক। -নিজস্ব চিত্র)
  • Link to this news (বর্তমান)