• রাজারহাটে উদ্ধার চুরি যাওয়া বাইক, গ্রেপ্তার অভিযুক্ত
    বর্তমান | ১৪ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বাড়ির তালা ভেঙে চুরি গিয়েছিল বাইক। ওই ঘটনার তদন্তে নেমে চুরি যাওয়া বাইকটি উদ্ধার করল রাজারহাট থানার পুলিস। সেই সঙ্গে এই চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম চরাফত মোল্লা। রাজারহাটের শিখরপুরে এই চুরির ঘটনাটি ঘটেছিল। বাড়ির সদস্যরা সকলে বাইরে ছিলেন। ফিরে এসে দেখেন, দরজার তালা ভাঙা। ভিতরে ঢুকে দেখেন, বাইকটি নেই! তারপরই থানায় গিয়ে অভিযোগ দায়ের করে পরিবার। তদন্তে নেমে পুলিস চরাফতকে গ্রেপ্তার করে। তারপরই উদ্ধার হয় বাইকটি।
  • Link to this news (বর্তমান)