• মন্ত্রীর উদ্যোগে ছোট আমশা গ্রামে রাস্তার বাকি অংশ ঢালাই
    বর্তমান | ১৪ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: উলুবেড়িয়া ১ ব্লকের ছোট আমশা গ্রামের কুলপাড়ার রাস্তার দুইদিকের অনেকটা অংশ ঢালাই হয়েছিল। কিন্তু মাঝের ৩০০ মিটারের মতো অংশে ঢালাই না থাকায় সমস্যায় পড়ছিলেন গ্রামবাসীরা। এর মধ্যে দুর্গাপুজোর সময় গ্রামের পুজোর উদ্বোধন করতে আসেন মন্ত্রী পুলক রায়। তখন গ্রামবাসীরা মন্ত্রীর কাছে রাস্তার বাকি অংশটুকুও ঢালাই করার আবেদন জানান। পুজো মণ্ডপে দাঁড়িয়েই একমাসের মধ্যে রাস্তা ঢালাই করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মন্ত্রী পুলক রায়। মন্ত্রীর প্রতিশ্রুতি মতো রাস্তাটি ঢালাই করে দিল উলুবেড়িয়া ১ ব্লক প্রশাসন। জানা গিয়েছে, ব্লকের বহিরা ও তপনা গ্রাম পঞ্চায়েতের মধ্যে দিয়ে গিয়েছে রাস্তাটি। সেটির মাঝখানে প্রায় ৩০০ মিটার অংশে ঢালাই ছিল না। রাস্তার এই অংশটি জেলা পরিষদের অধীনে। আর সেখানেই বিপত্তি। গ্রামবাসীদের বক্তব্য, দীর্ঘদিন আগে জেলা পরিষদ রাস্তায় ইট পেতেছিল। কিন্তু তারপরে আর এর সংস্কার হয়নি। সেজন্যই রাস্তার এই বেহাল দশা হয়। তবে রাস্তাটি ঢালাই হওয়ায় খুশি তাঁরা। তাঁদের বক্তব্য, রাস্তাটি পুরো ঢালাই হয়ে গেলে সহজেই গাড়ি করে উলুবেড়িয়া শ্যামপুরে পৌঁছে যাওয়া যাবে। দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হওয়ায় তাঁরা মন্ত্রী পুলক রায়কে ধন্যবাদও জানান।


    উলুবেড়িয়া ১-এর বিডিও এইচ এম রিয়াজুল হক জানান, পুজোর পরেই টেন্ডার প্রক্রিয়া শুরু করা হয়েছিল। এরপরেই ওয়ার্ক অর্ডার দেওয়া হয় এবং কাজ শুরু হয়। আর মন্ত্রী পুলক রায় জানান, রাস্তার মাঝখানটাও ঢালাই করা হতো। কিন্তু একটু সময় লাগত। দুর্গাপুজোর সময়ে গ্রামবাসীরা আমার কাছে আবেদন করায় আমি বিষয়টি একটু দ্রুত করে দিলাম। 
  • Link to this news (বর্তমান)