রিষড়ায় জগদ্ধাত্রী দেখতে রাত জাগল মানুষ, আজ শোভাযাত্রা
বর্তমান | ১৪ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: থিমের বাহার থেকে আলোর কেরামতিতে মন্ত্রমুগ্ধ করে রাখার মতো সাজে এবার সেজেছিল রিষড়া। আজ, বৃহস্পতিবার জগদ্ধাত্রী পুজোর ভাসান ও শোভাযাত্রা। বুধবার, শেষদিন পুজো দেখতে রিষড়ার বাসিন্দারা তো বটেই হুগলি এবং ভিন জেলার দর্শকরাও ভিড় জমিয়েছিলেন। সন্ধ্যার মুখে ভিড়ের দাপট শুরু হয়েছিল। রাত যত গভীর হয়েছে জনস্রোত বেড়েই গিয়েছে। শহরের বুক চিরে চলে যাওয়া রেললাইনের দু’পাশের জনপদ ছিল উৎসবমুখর।
রিষড়াতে এবার নারীকেন্দ্রীক থিমের রমরমা দেখা গিয়েছে। সম্মিলনী পার্কের পুজো থিম করেছে মহাভারতের দ্রৌপদীকে। দ্রৌপদীই মহাকাব্যের সেই চরিত্র যিনি একটি পর্যায়ের পর বারবার মহাভারতের গতিপ্রকৃতি নিয়ন্ত্রণ করেছেন। সেই নানা পর্বের নানা রঙের দ্রৌপদীকে ঘিরেই হয়েছে মণ্ডপসজ্জা। সঙ্গে মহাকাব্যের অন্যান্য চরিত্র এবং রাজরানি বেশে দেবী জগদ্ধাত্রী। ক্লাব কর্তা অনিমেষ দাশগুপ্ত বলেন, ‘আমাদের রানিমাকে দেখতেই মানুষ আসেন। সেই সঙ্গে মহাভারতকে কেন্দ্র করে থিম এবার আকর্ষণের কেন্দ্রে।’ রিষড়ার এক নম্বর যুবকবৃন্দের থিম, ‘অপেক্ষা’। মূলত একটি বিমূর্ত ভাবনাকে সামনে রেখে উদ্যোক্তারা মণ্ডপ সাজিয়েছেন। তবে মূল কথা, ভালো সময়ের জন্য অপেক্ষা করার ধৈর্য। মণ্ডপে আলোর কাজ এবং বাহারি অন্দরসজ্জা ইতিমধ্যেই দর্শক মহলের নজর কেড়েছে। বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের থিম ‘বাঙালিনী’। বাঙালি নারী, ডোকরা শিল্পের নারীর অবয়ব থিমের উপজীব্য। অনবদ্য ডোকরার মণ্ডপ আর আলোকসজ্জা, সঙ্গে ধামসা মাদলের আবহ দর্শকদের আকর্ষণ করেছে। তরুণ সমিতির পুজোর থিম অপেক্ষা নজর কেড়েছে। লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে তৈরি মণ্ডপ। দেবী থেকে মণ্ডপসজ্জা সবই হয়েছে ঝিনুকের সাজে। প্রায় ১০ রকমের ঝিনুকের ব্যবহার হয়েছে। যা দর্শকদের নজর কেড়েছে। এমনই নানা বাহারের মণ্ডপ থেকে আলো দেখতে দফায় দফায় ভিড় আছড়ে পড়েছে রিষড়ায়। রেল থেকে ফেরিপথে মানুষের সারি শহরে এসে নেমেছে আর রাতভর ঘুরেছে মণ্ডপে মণ্ডপে। বিপুল সঙ্গত ছিল রিষড়ার স্থানীয় বাসিন্দাদেরও। সবমিলিয়ে থইথই ভিড় শহরে।
আজ, বৃহস্পতিবার সকাল থেকে বিসর্জন শুরু হবে। বেশিরভাগ প্রতিমার বিসর্জন এদিনই হবে। ২৮ পুজোকে নিয়ে রাতে চন্দননগরের মতো শোভাযাত্রাও হবে। উৎসব মরশুমের শেষপর্বের আনন্দে মেতে উঠতে বুধবার রাত থেকে কোমর কষতে শুরু করেছে রিষড়া।