ভোট দিয়ে একাধিক অভিযোগ করলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী শুভজিৎ রায়
দৈনিক স্টেটসম্যান | ১৪ নভেম্বর ২০২৪
বুধবার মেদিনীপুর শহরের বাজটাউন এলাকায় ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার পর মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি দলের প্রার্থী শুভজিৎ রায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ করলেন। তিনি বলেন বিজেপি কর্মী ও নেতাদের পুলিশ যেমন হেনস্থা করছে, তেমনি তৃণমূল কংগ্রেস বিভিন্ন এলাকায় সন্ত্রাস চালিয়েছে। শালবনি ব্লকের সাতপাটি এলাকায় দলের মণ্ডল কমিটির সভাপতি বাবলু ঘোষ এর উপর হামলা চালিয়ে তাকে মারধর করা হয়েছে। বাবলু ঘোষ কে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
এছাড়াও শালবনি ব্লকের কাশিজোড়া, বাঁকিবাঁধ, কর্ণগড় সহ একাধিক এলাকায় বিজেপি দলের নেতা ও কর্মীদের তৃণমূল কংগ্রেসের লোকেরা নানা রকম হুমকি দিয়ে সন্ত্রাস চালিয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের নামে তৃণমূল কংগ্রেস ভোট লুট করেছে। সেই সঙ্গে তিনি বলেন পুলিশ দিয়ে এক অশান্ত পরিবেশের মধ্য দিয়ে বুধবার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়েছে। তবে বিজেপির আনা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজয় হাজরা। তিনি বলেন কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি, বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।