• 'মাত্র ৪ কোটি টাকার দুর্নীতির অভিযোগে ডেকে পাঠাচ্ছে,' CID-মুখোমুখি হওয়ার আগে বললেন অর্জুন
    আজ তক | ১৪ নভেম্বর ২০২৪
  • বুধবার নৈহাটিতে উপনির্বাচনের মাঝেই ভাটপাড়ায় খুন হন এক তৃণমূল কর্মী। এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংহের হাত রয়েছে বলে অভিযোগ করছেন। আর এর পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সিআইডির সামনে হাজিরা দিচ্ছেন অর্জুন সিং।

    ২০২০ সালে অর্জুন।সিং চেয়ারম্যান থাকাকালীন ভাটপাড়া পুরসভায় চার কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। সেই মামলাতেই ব্যারাকপুরের এই বিজেপিকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি। ১২ নভেম্বর সকাল সাড়ে এগারোটায় ভবানীভবনে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল অর্জুনকে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।  হাইকোর্টে গিয়েও সিআইডি-র নোটিসের হাজিরা এড়াতে পারলেন না অর্জুন সিং। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, ভবানীভবনে হাজিরা দিতে হচ্ছে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে। তাঁকে চার ঘণ্টা জেরা করতে পারবেন তদন্তকারীরা। এমনকী, তদন্তের প্রয়োজনে অর্জুনকে ফের তলব করতে পারে সিআইডি। তবে সেক্ষেত্রে নভেম্বরের শেষ সপ্তাহে ডাকতে হবে। হাইকোর্ট জানিয়ে দিয়েছিল,  ১২ নভেম্বরের পরিবর্তে ১৪ নভেম্বর ভবানী ভবনে হাজিরা দিতে হবে অর্জুনকে।

    সেইমতো সাড়ে চার কোটি চাকা টেন্ডার দুর্নীতির অভিযোগে সিআইডির নোটিস পেয়ে আজ বৃহস্পতিবার ভবানীভবনে যাচ্ছেন অর্জুন সিং। তাঁর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। এরজন্য রাশিয়া থেকে বিষ আনা হয়েছে বলেও দাবি অর্জুন সিংয়ের। বৃহস্পতিবার সকাল ১১ টার মধ্যে অর্জুন সিংকে ভবানী ভবনে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে সিআইডি।

    সেই নির্দেশ মেনেই ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং নিজের জগদ্দলের বাসভবন থেকে রওনা হওয়ার আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাঞ্চল্যকর দাবি করেন।  তিনি বলেন, "অর্জুন সিং, শুভেন্দু অধিকারীর মতো আরও চারজন বিজেপি নেতাকে প্রাণে মেরে ফেলতে চাইছে রাজ্য সরকার। রাশিয়া থেকে একটি রাসায়নিক কেমিক্যাল জাতীয় জিনিস দিয়ে আমাদের মারার চক্রান্ত করা হচ্ছে। আজ সিআইডির মুখোমুখি হচ্ছি। যদি আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে আমার মাল্টি অর্গান ফেলিওর হয় তাহলে তার দায় রাজ্য সরকার ও প্রশাসনের।" অর্জুন সিং-এর দাবি, একটা মিথ্যা মামলায় তাঁকে হেনস্থা করা হচ্ছে। যেহেতু শুভেন্দু অধিকারী ও তাঁর মতো নেতা সেন্ট্রাল ফোর্সের নিরাপত্তা বলয়ে থাকেন, তাই মাঠে-ময়দানে কিছু করা যাচ্ছে না। 

    ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বলেন, "আমাকে বা শুভেন্দু অধিকারীর মতো নেতাদের প্রকাশ্যে কিছু করতে পারছেন না। তাই রাশিয়া থেকে কেমিক্যাল আনানো হয়েছে। সিআইডি বা অন্য কোনও এজেন্সি জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়ে সেই বিষ যদি চেয়ারের আশেপাশেও স্প্রে করে দেয় তবে সঙ্গে সঙ্গে কিছু হবে না, কিন্তু তিন থেকে ছ'মাস পরে মাল্টি অর্গান ফেলিওর হতে পারে। এভাবেই আমাদের মারার চক্রান্ত করেছে রাজ্য। " 
  • Link to this news (আজ তক)