• পারদ নামবে ১৫ ডিগ্রিতে, চলতি সপ্তাহেই ঢুকছে উত্তুরে হাওয়া; শীতের আপডেট
    আজ তক | ১৪ নভেম্বর ২০২৪
  • শীতের অপেক্ষায় রাজ্যবাসী। সকাল ও রাতের ঠান্ডা আমেজ থাকলেও আপাতত শীতের দেখা নেই। তবে উত্তুরে হাওয়া প্রবেশ করতে চলেছে আর মাত্র কয়েকদিনে। ফলে খুব শীঘ্রই রাজ্যে ঢুকছে শীত। অন্যদিকে আজই ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপও অবস্থান করছে। এর সরাসরি প্রভাব পড়তে চলেছে উত্তর তামিলনাডু ও দক্ষিণ অন্ধপ্রদেশ উপকূলে। তবে এই নিম্নচাপের কারণে বঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    আগামী পাঁচদিনে রাতের তাপমাত্রা ধীরে ধীরে ৩-৪ সেন্টিগ্রেড কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে নিম্নচাপের জেরে বাংলার দুই জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া
    চলতি সপ্তাহের শেষেই শীতের আমেজ শুরু হবে দক্ষিণবঙ্গের সব জেলাতে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, পরিবেশ অনুকূল হলে উত্তুরে হাওয়া প্রবেশ করবে। বীরভূম, পুরুলিয়ার মতো জেলাগুলিতে পারদ নেমে তাপমাত্রা ১৫ ডিগ্রির গণ্ডি ছোঁবে। আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে। কলকাতায় শুক্রবার থেকেই শীতের আমেজ শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা।

    উত্তরবঙ্গের আবহাওয়া 
    উত্তরবঙ্গের ২ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং ও কালিম্পংয়ের কিছউ জায়গায় কয়েক পশলা বৃষ্টি হতে পারে। বাকি উত্তরবঙ্গের কোও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।
  • Link to this news (আজ তক)