নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহর কলকাতা থেকে অবশেষে বৃষ্টি বিদায় নিয়েছে। গত কয়েকদিনে কলকাতায় বৃষ্টিপাতের দেখা মেলেনি। উল্টে কার্তিকের শেষে শহরের তাপমাত্রা নামছে প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াসে। ফলে জমাটি শীতের অপেক্ষায় রয়েছে কলকাতাবাসী।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ থাকবে মেঘমুক্ত। অর্থাৎ বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আজ শহরে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩১ ডিগ্রি ও ২১ ডিগ্রি সেলসিয়াস। যা কিনা গতকাল ছিল সর্বোচ্চ ৩০.৬ ডিগ্রি ও সর্বনিম্ন ২২.১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টাতে শহরে বৃষ্টিপাত হয়নি।
অনুমান করা হচ্ছে, চলতি সপ্তাহের শেষে কলকাতা তথা দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও কমবে। ফলে শীত যে আর খুব বেশি দূরে নেই তা বলাই বাহুল্য। বীরভূম, পুরুলিয়ার মতো জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৪-১৫ ডিগ্রিতে। তবে উত্তরবঙ্গে শীতের প্রকোপ দেখা যাবে আগামী সপ্তাহে। চলতি সপ্তাহের শেষে দার্জিলিং ও কালিম্পংয়ের কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।