মালবাজার মহকুমার চালসার বাতাবারি চুপড়িপাড়া এলাকার ধান ক্ষেত থেকে উদ্ধার হয় বিশালাকার অজগর। এরপর স্থানিয়রাই সাপটিকে উদ্ধার করে গ্রামে নিয়ে আসে। পরবর্তীকালে খবর দেওয়া হয় বনদপ্তরকে। বনকর্মিদের হাতে এরপর অজগরটিকে তুলে দেওয়া হয়। অন্যদিকে গতকাল রাতে একটি দাতাল হাতি তান্ডব চালালো ডামডিম এলাকায়।
পুর্ব ডামডিমের সেনপাড়া এলাকায় রাত ৮ টা নাগাদ তারঘেরা জঙ্গল থেকে চলে আসে। এরপর ধান খেতে বেশ কিছুক্ষন ধান খেয়ে গ্রামের দিকে ঢোকার চেষ্টা করলে গ্রামবাসিরা জঙ্গলে ফেরায় হাতিটিকে। হাতির তাণ্ডবে ক্ষতি হয় বেশকিছু ধানের জমি।