• বড়দিনের আগেই ‘বাংলার বাড়ি’র টাকা!
    প্রতিদিন | ১৪ নভেম্বর ২০২৪
  • নব্যেন্দু হাজরা: ডিসেম্বরেই ‘বাংলার বাড়ি’ প্রকল্পের টাকা যাতে উপভোক্তাদের অ‌্যাকাউন্টে ঢোকা শুরু করে তার প্রস্তুতি চূড়ান্ত করে ফেলল নবান্ন। বুধবার সব জেলাকে নির্দেশ পাঠিয়ে বলা হয়েছে, আবাস যোজনার যে তালিকা তৈরি হয়েছে তা হাতে নিয়ে ১৮ নভেম্বরের মধ্যে বাড়ি-বাড়ি গিয়ে সমীক্ষা শেষ করতে হবে। অর্থাৎ তালিকায় যাদের নাম রয়েছে, তাদের সত্যিই বাংলার বাড়ি প্রকল্পের টাকা প্রয়োজন কিনা তা বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা করতে হবে। সেই তালিকা প্রাথমিকভাবে চূড়ান্ত করে ফেলতে হবে ২৮ নভেম্বরের মধ্যে।

    ২৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত এই তালিকা ব্লক, এসডিও ও জেলা শাসকের অফিসে টাঙিয়ে রাখতে হবে। অর্থাৎ তালিকা নিয়ে কোনও আপত্তি থাকলে তা ওই সময়ের মধ্যে জানানো যাবে। গ্রামস্তরে এই তালিকাকে এর পর ১১ ডিসেম্বরের মধ্যে অনুমোদন দেবে গ্রামসভা। ১৩ ডিসেম্বরের মধ্যে সেই তালিকাকে অনুমোদন দেবে ব্লক স্তরের কমিটি। ১৬ ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটিকে জেলার সামগ্রিক তালিকায় অনুমোদন দিতে হবে। সুতরাং ২৩ ডিসেম্বরের মধ্যে ফান্ড রিলিজ তথা উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা রেডি করে ফেলতে হবে।

    রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বলেন,”মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের কথামতোই ডিসেম্বর মাস থেকে উপভোক্তাদের অ‌্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। তারই প্রস্তুতি চলছে।”

    প্রসঙ্গত, প্রধানমন্ত্রী আবাস প্রকল্পে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করেছিলেন, কেন্দ্র টাকা না দিলে, রাজ্যই বাড়ি তৈরি করে দেবে। সেই কথা রেখেছেন তিনি। বছর শেষের আগেই উপভোক্তারা বাড়ির  টাকা পাবেন। এমনই প্রতিশ্রুতি রাজ্যের। 
  • Link to this news (প্রতিদিন)