মেয়ের খোঁজে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন ওই নাবালিকার মা। তাঁর আইনজীবী প্রিয়াক্ষী বন্দ্যোপাধ্যায় ও সব্যসাচী রায় আদালতে জানান, ২৯ জুন ওই নাবালিকা স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল। আর বাড়ি ফেরেনি। অভিযোগ, স্থানীয় এক যুবক নাবালিকাকে বিভিন্ন ভাবে প্রভাবিত করার চেষ্টা করতেন। মায়ের আশঙ্কা, বিয়ের নাম করে মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছেন যুবক। প্রিয়াক্ষীর অভিযোগ, অভিযোগ দায়েরের পরে বহু দিন কেটে গেলেও কালনা থানা যথাযথ পদক্ষেপ করেনি।
অভিযোগ অস্বীকার করে রাজ্যের কৌঁসুলি দাবি করেন, পুলিশ সিসিটিভি-র তথ্য যাচাই, এলাকায় জিজ্ঞাসাবাদ ও সাইবার সেলের সাহায্যে যথাযথ তদন্ত করছে। তদন্তের রিপোর্টও জমা দেন তিনি। উভয় পক্ষের বক্তব্য শুনে এবং তদন্ত রিপোর্ট দেখে বিচারপতি ঘোষের পর্যবেক্ষণ, থানার আধিকারিকদের চেষ্টা সত্ত্বেও অনেক সময়ে পরিকাঠামোগত অভাব থাকায় সব মামলার নিষ্পত্তি করা সম্ভব হয় না।