তবে বুধবার হাসপাতালে গিয়ে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং পলিটব্যুরো সদস্য, চিকিৎসক সূর্যকান্ত মিশ্র তাড়াহুড়ো না-করার জন্যই তাঁকে অনুরোধ করেছেন। সূর্যবাবুরা চাইছেন, বাকি পরীক্ষার সব ফল দেখে নিয়ে তবেই হাসপাতাল থেকে ছাড়া হোক প্রবীণ নেতাকে। বিমানবাবুকে দেখতে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এ দিন হাসপাতালে গিয়েছিলেন। শুভঙ্কর বলেছেন, ‘‘বিমানবাবু আমাদের সঙ্গে বসে কথা বলেছেন। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের বর্ষীয়ান রাজনীতিকের খুবই দরকার।” বামফ্রন্ট চেয়ারম্যানের দ্রুত সুস্থতা কামনা করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যও।