ট্যাব-কাণ্ডে ব্যবস্থার দাবি এসএফআইয়ের
আনন্দবাজার | ১৪ নভেম্বর ২০২৪
ট্যাব-কেলেঙ্কারিতে যুক্ত সকলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার দাবিতে সরব হল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। রাজ্য ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব কিনতে যে ১০ হাজার টাকা করে দেয়, তাতেই নানা অনিয়ম এবং অন্যের অ্যাকাউন্টে টাকা চলে যাওয়ার অভিযোগ সামনে এসেছে। অনিয়মের প্রতিবাদে ও স্বচ্ছ তদন্ত দাবি করেছে এসএফআই।তাদের অভিযোগ, সব দায় স্কুলের প্রধান শিক্ষকদের ঘাড়ে চাপানো হচ্ছে। সেই সঙ্গে ‘বাংলা শিক্ষা পোর্টাল’ যাঁরা নিয়ন্ত্রণ করতেন এবং পরিচালন সমিতির বদলে স্কুলের শীর্ষ স্তরে স্থানীয় যাঁদের বসানো হয়েছে, তাঁদের সকলের ভূমিকা খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে। এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে’র বক্তব্য, “অন্য প্রকল্পের মতো ট্যাব-কেলেঙ্কারিতেও তৃণমূলের দলীয় তহবিলে টাকা ঢুকে থাকতে পারে। শিক্ষা-ব্যবস্থাকে দুর্নীতির আখড়া করে তুলেছে তৃণমূল।”
Link to this news (আনন্দবাজার)