• বেপরোয়া যান নিয়ন্ত্রণের দাবি
    আনন্দবাজার | ১৪ নভেম্বর ২০২৪
  • নানা ঘটনায় নীরব থাকলেও উল্টোডাঙার পথ দুর্ঘটনার পরে আবার জেগে উঠল আম আদমি পার্টি (আপ)। দলের রাজ্য শাখার তরফে বুধবার আর এন মুখার্জি রোডের পরিবহণ ভবনে দাবি জানানো হল বেপরোয়া গাড়ি চালানার ঘটনায় রাশ টানার। আপের হাওড়া ও কলকাতা জেলা শাখার প্রধানেরা ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

    আপ নেতৃত্বের দাবি, বেপরোয়া গাড়ি চালানো নিয়ন্ত্রণে আনতে সরকারকে কড়া পদক্ষেপ করতে হবে। দ্বিতীয়ত, নাগরিকেরা যাতে মাথায় হেলমেট-সহ সুরক্ষা বিধি এবং ট্র্যাফিক আইন মেনে রাস্তায় চলেন, সেই বিষয়ে আরও সচেতনতা তৈরি করতে হবে। রাজ্য আপের মুখপাত্র অণর্ব মৈত্রের বক্তব্য, ‘‘দুই চালক বাস নিয়ে বেপরোয়া রেষারেষি করতে থাকায় তৃতীয় শ্রেণির এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে শহরে। এই ধরনের ঘটনায় আমরা কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি সরকারের তরফে। এটা প্রথম ঘটনা নয়, শেষও নয়। যথাযথ ব্যবস্থা না-নিলে বেপরোয়া গাড়ি চালানো চলতেই থাকবে।’’

  • Link to this news (আনন্দবাজার)