পুলিশ সূত্রে জানা গিয়েছে, সঞ্জয় একটি সঙ্গীত শিক্ষামূলক প্রতিষ্ঠান চালান। সেখানকার এক নাবালিকা ছাত্রীর বাবা-মা গত ২৯ অগস্ট বেলঘরিয়া থানায় সঞ্জয়ের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনে ‘জ়িরো এফআইআর’ করেন। গুরুতর অপরাধের ক্ষেত্রে অপরাধস্থল দেশের যে জায়গাতেই হোক না কেন, ‘জ়িরো এফআইআর’ যে কোনও থানায় দায়ের করা যায়। সংশ্লিষ্ট থানাই সেই অভিযোগ ঘটনাস্থল যে থানার আওতাধীন, সেখানে পাঠিয়ে দেয়। সঞ্জয়ের বিরুদ্ধে ১৬ বছরের এক ছাত্রীকে যৌন নিগ্রহ করার অভিযোগ উঠেছে।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, নাবালিকার পরিবারের তরফে অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তের পর রবিবার সন্ধ্যায় মুম্বইয়ের আকুরলি রোড থেকে সঞ্জয়কে গ্রেফতার করে পুলিশ। এই মামলায় তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।