বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ ধাপা রোডের পাশে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারে ধাক্কা মারে পুলকারটি। সে সময়ে গাড়িতে ছিলেন কয়েক জন ছাত্রী। সংঘর্ষের জেরে দুমড়ে-মুচড়ে যায় গাড়ির সামনের অংশ। আহত অবস্থায় চালক ও এক ছাত্রীকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় প্রগতি ময়দান থানার পুলিশ। গাড়িচালক জানান, আচমকা স্টিয়ারিং কাজ করা বন্ধ করে দেয়। তার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে পুলকারটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারে গিয়ে ধাক্কা মারে। আতঙ্কিত হয়ে পড়েন পড়ুয়ারা। দু’জনের আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ। কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, মঙ্গলবার সল্টলেকে স্কুল থেকে ফেরার সময় দু’টি বাসের রেষারেষিতে মৃত্যু হয় চতুর্থ শ্রেণির এক পড়ুয়ার। সেই ঘটনায় পথ অবরোধ করে পুলিশকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়েরা। বাসটিতেও ভাঙচুর চালানো হয়েছে। সেই ঘটনার দু’দিন পেরোতে না পেরোতেই ফের দুর্ঘটনা কলকাতায়।