• কলকাতাগামী প্লেন বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি, জরুরি অবতরণ
    আজ তক | ১৪ নভেম্বর ২০২৪
  • নাগপুর থেকে কলকাতাগামী ইন্ডিগো ফ্লাইট 6E812-তে আজ সকালে বোমার হুমকি আসার পরপরই রায়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ফ্লাইটটি সকাল ৯ টার দিকে অবতরণ করার পরই বিমানে থাকা ১৮৭ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্যকে নিরাপত্তার জন্য লাউঞ্জে নিয়ে যাওয়া হয়। বিমানটিকে জরুরি পরীক্ষা ও পরিদর্শনের জন্য আলাদা জায়গায় সরিয়ে রাখা হয়। সিআইএসএফ ও রায়পুর পুলিশের যৌথ দল বেশ কয়েক ঘণ্টা ধরে বিমানটি পরীক্ষা করে নিশ্চিত করেন যে, সেটি পুনরায় কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে পারে।

    হুমকি প্রদানকারী সন্দেহভাজন আটক
    বিমানযাত্রীদের তালিকায় থাকা এক ব্যক্তিকে এই বোমা হুমকির ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে রায়পুর পুলিশ আটক করে। রায়পুর পুলিশের এসপি সন্তোষ সিং নিশ্চিত করেন যে প্রাথমিক তদন্তে ওই যাত্রীই বোমার হুমকি পাঠানোর বিষয়টি স্বীকার করেছেন। তাঁকে স্থানীয় মনা থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    বোমা হুমকির পুনরাবৃত্তি এবং বিমান পরিষেবার প্রভাব
    বিগত এক মাসে ভারতের বিভিন্ন এয়ারলাইন্সে এমন শতাধিক বোমা হুমকির ঘটনা ঘটেছে, যার মধ্যে ৩৫টির মতো ফ্লাইট বিলম্বিত হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের হুমকি বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে আসে এবং পরে প্রতারণা বলে প্রমাণিত হয়। এই ধরনের ফেক হুমকি বিমানের নিয়মিত পরিষেবার ওপর প্রভাব ফেলে এবং যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে।

    আইটি মন্ত্রকের সতর্কবার্তা এবং পদক্ষেপ
    এই ধরণের ভুয়ো হুমকির মোকাবিলায় আইটি মন্ত্রক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে কঠোর নজরদারি ও ব্যবস্থা নিতে বলেছে। পাশাপাশি, নতুন আইটি নিয়মের অধীনে এই প্ল্যাটফর্মগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে হুমকির ভুল তথ্য সরিয়ে নিতে বলা হয়েছে।

    কঠোর শাস্তির প্রতিশ্রুতি
    বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু এই ধরনের বোমা হুমকি ঠেকাতে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি এই ধরনের হুমকি প্রদানকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেছেন। মন্ত্রক এই পরিস্থিতি মোকাবিলার জন্য প্রয়োজনীয় প্রোটোকল প্রণয়নের কাজ করছে এবং এর জন্য একটি কাঠামো তৈরির দিকে মনোযোগ দিচ্ছে।

     
  • Link to this news (আজ তক)