• সোয়েটার পরতে হবে সপ্তাহান্তেই? পারদ কত নামবে? পূর্বাভাসে জানাল হাওয়া অফিস
    আজ তক | ১৪ নভেম্বর ২০২৪
  • শীতের আমেজ এখনও আসেনি, কিন্তু এর ইঙ্গিত যেন আগেই দিয়ে যাচ্ছে আবহাওয়া। আগামী ক'য়েকদিনেই রাজ্যে শীতের আমেজ শুরু হতে পারে। তাপমাত্রা হু হু করে নামার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে সন্ধের পর থেকে শিরশিরানি ও হালকা ঠান্ডার অনুভূতি শুরু হয়ে গিয়েছে, যা ক্রমশ বেড়ে যাবে।

    কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির কাছাকাছি নেমে আসার সম্ভাবনা রয়েছে। সারাদিন আকাশ পরিষ্কার থাকবে, তবে ভোরের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা দেখা যেতে পারে। আগামী পাঁচদিনে দক্ষিণবঙ্গের সব জেলাতেই শীতের আমেজ আসতে চলেছে। উত্তুরে হাওয়ার প্রবেশও সহজতর হবে, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলবে। উত্তরবঙ্গে কয়েকটি জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে এবং দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

    উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার সক্রিয়তা ও বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে বঙ্গের আকাশে বৃষ্টির সম্ভাবনা কম। যদিও আবহাওয়া অনুকূল থাকায় রাজ্য জুড়ে শীতের আগমন দ্রুতগতিতে হবে বলে মনে করা হচ্ছে। উত্তরে আবার পার্বত্য এলাকায় জলীয় বাষ্প থাকায় ধোঁয়াশা সৃষ্টি হবে। তবে সকালের দিকে মালদহ ও দুই দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। আগামী দু'দিন ঘন কুয়াশার সতর্কতা দেওয়া হয়েছে বেশ কয়েকটি জেলায়। দৃশ্যমানতা কমে ৫০ থেকে ২০০ মিটার হতে পারে। 

     
  • Link to this news (আজ তক)