• আবাসের সমীক্ষায় এবার রাজ্যের দল, দক্ষিণ দিনাজপুরে জোরকদমে চলছে তথ্য যাচাইয়ের কাজ
    বর্তমান | ১৪ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বালুরঘাট: পঞ্চায়েত, ব্লক, জেলার পর রাজ্যস্তরের সমীক্ষা শুরু হল দক্ষিণ দিনাজপুর জেলায়। প্রথম তিন পর্যায়ে নির্ভুলভাবে তথ্য যাচাই হয়েছে কি না দেখতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে জেলা প্রশাসন সূত্রে।  মঙ্গলবার ও বুধবার হিলি, কুমারগঞ্জ ও গঙ্গারামপুর ব্লকে রাজ্যের প্রতিনিধি দলের সদস্যরা তথ্য যাচাই করেছেন। 


    জেলাশাসক বিজিন কৃষ্ণ বলেন, রাজ্য থেকে বিশেষ প্রতিনিধি দল জেলায় এসেছে। আবাস যোজনা প্রকল্পে সমীক্ষা সঠিক হয়েছে কি না তাঁরা যাচাই করছেন। কোথায় কখন তাঁরা পরিদর্শনে যাচ্ছেন, এবিষয়ে কিছু জানাননি। 


    হিলির বিডিও চিরঞ্জিৎ সরকারের কথায়, আমাদের ব্লকে রাজ্যের প্রতিনিধি দলের সদস্যরা এসেছিলেন। একাধিক গ্রাম পঞ্চায়েতের উপভোক্তাদের বাড়ি গিয়ে তথা যাচাই করেছেন তাঁরা। আমাদের সমীক্ষা ঠিকভাবে হয়েছে কি না দেখার পর তাঁরা সন্তুষ্ট।


    প্রতিনিধি দলের সদস্যরা প্রথমে ব্লক অফিসে  গিয়ে অভিযোগ জমা করার বাক্স রাখা হয়েছে কি না দেখছেন। হেল্প লাইন চালু রয়েছে কিনা সেবিষয়েও নজরদারি করা হচ্ছে। তারপর তাঁরা নিজেদের মতো তথ্য মিলিয়ে দেখছেন।


    উপভোক্তাদের বাড়ি গিয়ে রাজ্যের প্রতিনিধিরা জানতে চাইছেন সমীক্ষা করতে কতবার বাড়িতে সরকারি কর্মীরা এসেছিলেন। সেই সময় রাজনৈতিক দলের কেউ ছিলেন কি না। কেউ বাড়ি করিয়ে দেবে বলে টাকা নিয়েছে কিনা সেই তথ্যও জেনে নেন তাঁরা। 


    হিলি ব্লকের পাঞ্জুলের উপভোক্তা মানু সাহা বলেন, অনেক সরকারি আধিকারিক বাড়িতে এসেছিলেন। তাঁরা ছবি তুলে নিয়ে গিয়েছেন। এতো পরিদর্শনের পরেও যদি বাড়ি না পাই, আক্ষেপ থেকে যাবে।
  • Link to this news (বর্তমান)