• কালিয়াগঞ্জের তারাবাজারে ছাদে বসছে নেশার আড্ডা
    বর্তমান | ১৪ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কালিয়াগঞ্জ: সূর্য ডুবলেই কালিয়াগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে তারাবাজারের ছাদে বসছে নেশার আসর। মাঝরাত পর্যন্ত সমাজবিরোধীদের কর্মকাণ্ডে অতিষ্ঠ বাসিন্দারা। কালিয়াগঞ্জ পুরসভার অধীনে থাকা এই বাজারের নির্মীয়মাণ মার্কেটের ছাদে নিয়মিত এই অসামাজিক কাজ চললেও প্রশাসন পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ একাংশ বাসিন্দার। 


    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে মার্কেট নির্মাণের কাজ শুরু হলেও অর্ধসমাপ্ত অবস্থায় রয়েছে। সেখানে প্রতিদিন সব্জি বাজার বসে। রাতে সমাজবিরোধীরা সেখানেই আসর বসাচ্ছে। মদ, গাঁজা তো রয়েছেই, ব্যবহার করা সিরিঞ্জও পড়ে থাকে সেখানে। সাধারণ মানুষ রাতে ওই এলাকা দিয়ে হেঁটে যেতে ভয় পান। পুলিস মাঝেমধ্যে অভিযান চালালেও ওই যুবকদের আটকানো যাচ্ছে না। এলাকার বাসিন্দা জীবন নায়ক বলেন, অবিলম্বে ছাদে ওঠা বন্ধ করতে ঘেরা দেওয়া প্রয়োজন। নিয়মিত নজরদারির অভাবে শহরে সমাজবিরোধী কাজকর্ম বাড়ছে।  কালিয়াগঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান ঈশ্বর রজক বলেন, দ্রুত ছাদ পরিষ্কারের ব্যবস্থা করে অসামাজিক কাজ বন্ধ করা হবে। তবে পুরসভায় কোনও লিখিত অভিযোগ হয়নি।


    কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, একাধিকবার ওই বাজারের ছাদে রাতে হানা দিয়ে সমাজবিরোধীদের গ্রেপ্তার করা হয়েছে। টহল বাড়ানো হবে ওই এলাকায়।
  • Link to this news (বর্তমান)