• ছ’বছর পর বালুরঘাট হাসপাতালে নতুনভাবে চালু আয়ুর্বেদ বিভাগ  
    বর্তমান | ১৪ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, পতিরাম: দীর্ঘ ছয় বছর পর বালুরঘাট জেলা হাসপাতালে ফের চালু হল আয়ুর্বেদিক বিভাগ। দীর্ঘদিন ওই বিভাগ তালাবন্দি থাকার পর  চিকিৎসকের অভাবে বন্ধ হয়ে যায়। এবার নতুনভাবে চালু হওয়ার পর  বিশেষজ্ঞ চিকিৎসক সপ্তাহে তিন দিন পরিষেবা দেবেন।


    পুরনো জায়গার পরিবর্তে সুপার স্পেশালিটি বিল্ডিংয়ের তিনতলায় বুধবার নতুন বিভাগের উদ্বোধন করেন স্বাস্থ্য দপ্তরের ডেপুটি ডিরেক্টর তাপস রায় ও মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস। এছাড়াও ছিলেন বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ সহ অন্যরা। 


    তাপস রায় বলেন, হাসপাতালে আয়ুর্বেদিক বিভাগে চিকিৎসা পরিকাঠামো ছিল। নতুন করে এখানে পরিষেবা মিলবে। আয়ুর্বেদিক চিকিৎসাকে বেশি করে মানুষের মধ্যে গ্রহণযোগ্য করে তুলতে হবে। 


    হাসপাতাল সূত্রে খবর, বহির্বিভাগে টিকিট কেটে সরাসরি এই বিভাগে আসতে পারবেন রোগীরা। এখানে পঞ্চকর্ম চিকিৎসা প্রদান করা হবে। ক্যান্সার, অস্থির সমস্যা ছাড়াও প্রেসার, সুগার, নাক সহ বিভিন্ন  চিকিৎসার ব্যবস্থা রয়েছে। সোমবার, বুধবার ও শুক্রবার পরিষেবা মিলবে।


    মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, অনেকে অ্যালোপ্যাথি ওষুধ খেতে চান না। তাঁরা মুলত আয়ুর্বেদিক চিকিৎসার ওপর নির্ভর করেন। এখন বালুরঘাট হাসপাতালে নিয়মিত এই চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে।
  • Link to this news (বর্তমান)