• পাতালঘরে অস্ত্র কারখানা! বিহারের মুঙ্গের থেকে গ্রেপ্তার দুই
    দৈনিক স্টেটসম্যান | ১৪ নভেম্বর ২০২৪
  • শিয়ালদহ অস্ত্র উদ্ধার কাণ্ডে বিহারের মুঙ্গের যোগ মিলেছিল আগেই, এবার গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে সেই মুঙ্গেরেই বেআইনি অস্ত্র কারখানার হদিশ পেল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। উদ্ধার করা হয়েছে ছয় জোড়া পিস্তল, মেশিনসহ আগ্নেয়াস্ত্র তৈরির একাধিক সামগ্রী। গ্রেপ্তার কারখানার মালিকসহ দুই।

    দীর্ঘদিন ধরে বিহারের মুঙ্গের জেলায় এই বেআইনি অস্ত্র তৈরির কারখানা চলছিল বলে জানতে পেরেছে পুলিশ। সূত্রের খবর, বাড়ির মধ্যে খাবারের প্লেট তৈরির কাজ হতো। সেই বাড়ির নিচে তলাতেই ‘পাতালঘর’বানিয়ে চলতো অস্ত্র তৈরির কাজ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে মুঙ্গেরের তারাপুর অঞ্চলের ওই বাড়িতে হানা দেয় কলকাতা পুলিশ এবং বিহার পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল। আর তাতেই উদ্ধার হয় ছয় জোড়া অর্ধ তৈরি পিস্তল। ড্রিলিং মেশিন, লেদ মেশিনসহ আগ্নেয়াস্ত্র তৈরির একাধিক সামগ্রী। তদন্তে পুলিশ জানতে পেরেছে, বাড়ির মালিক মহম্মদ মঞ্জির হুসেন (২৭) এবং তাঁর এক আত্মীয় মহম্মদ নাসিম (৩৮)।

    প্রসঙ্গত, গত শনিবার শিয়ালদহ বৈঠকখানা রোড থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র। যা নিয়ে আসা হয়েছিল বিহারের মুঙ্গের থেকে। তবে এই প্রথম নয়, গত তিন বছরের এই অভিযান মিলিয়ে মোট ১৪টি বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ পাওয়া গিয়েছে বলে জানাচ্ছে পুলিশ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)