• শুক্রবার গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে মেট্রো পরিষেবায় বদল, জেনে নিন বিশদে
    দৈনিক স্টেটসম্যান | ১৪ নভেম্বর ২০২৪
  • আগামী শুক্রবার দেশজুড়ে পালিত হতে চলেছে গুরু নানক জয়ন্তী। এটি ‘এন আই অ্যাক্ট’-এর তালিকাভুক্ত ছুটি হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক, সরকারি অফিস, স্কুল-কলেজ, বেসরকারি নানা প্রতিষ্ঠানও। এই কারণে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এইদিন মেট্রো চলাচলে কিছু বদল আনার।

    একঝলকে দেখে নেওয়া যাক কী সেই বদল।

    ব্লু লাইন (দক্ষিণেশ্বর-কবি সুভাষ): মোট ২৩৬টি মেট্রো (১১৮টি আপ এবং ১১৮টি ডাউন) চলবে সারাদিনে। অন্যদিন এই সংখ্যাটি থাকে ২৮৮ (১৪৪টি আপ এবং ১৪৪টি ডাউন)।

    সকাল ৬:৫০-এ দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো চলবে। একই সময়ে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রোও চলবে। ৬:৫৫ নাগাদ দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো চলবে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ৭টা নাগাদ।

    শেষ মেট্রো পরিষেবা চলবে নিম্নরূপ –
    দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ – রাত ৯:২৮
    কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর – রাত ৯:৩০
    দমদম থেকে কবি সুভাষ – রাত ৯:৪০
    কবি সুভাষ থেকে দমদম – রাত ৯:৪০

    কবি সুভাষ এবং দমদম থেকে রাত ১০:৪০ মিনিটে বিশেষ ‘নাইট মেট্রো’ পরিষেবা অব্যাহত থাকবে।

    গ্রিন লাইন (শিয়ালদহ-সেক্টর ফাইভ): মোট ৯০টি মেট্রো (৪৫টি আপ এবং ৪৫টি ডাউন) চলবে এইদিন, অন্যান্য দিনের ১০৬টি মেট্রো (৫৩টি আপ এবং ৫৩টি ডাউন)-এর বদলে। প্রতি ২০ মিনিট অন্তর মেট্রো চলবে এইদিন।

    শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী মেট্রো পরিষেবা চালু হবে সকাল ৬:৫৫ নাগাদ। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী প্রথম মেট্রো চালু হবে সকাল ৭:০৫ নাগাদ।

    শিয়ালদহ থেকে রাত সল্টলেক সেক্টর ফাইভগামী শেষ মেট্রো চলবে রাত ৯:৩৫ নাগাদ। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী শেষ মেট্রো চলবে রাত ৯:৪০ নাগাদ।

    গ্রিন লাইন-২, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনের পরিষেবা রোজকার মতোই অপরিবর্তিত থাকবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)