পূর্ণ ময়নাতদন্তের জন্য মোমিনপুরে পাঠাচ্ছে পুলিস। ময়নাতদন্তের পর পরিবারের লোকজনেদের হাতে দেহ তুলে দেওয়া হবে বলেই পুলিস সূত্রে খবর। জানা গিয়েছে যে বুধবার রাত্রিতে প্রচণ্ড গণ্ডগোল হয়। এমনকী মারধর করে মৃত ব্যক্তিকে তার স্ত্রী-সহ স্ত্রীর পরিবারের লোকজন। এই অপমান সহ্য করতে না পেরে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে। সুসাইট নোটে একথাই উল্লেখ করেছে লিখেছে মৃত ব্যক্তি।
সেই সুসাইট নোট উদ্ধার করে পুলিস। এমনটাই বক্তব্য মৃত ব্যক্তির পরিবারের লোকজনেদের। মৃত ব্যক্তির নাম আব্দুল রউফ মোল্লা, বয়স ৪৬ বছর,পেশায় গৃহ শিক্ষক। তার স্ত্রী আমিনা বিবি-সহ, আমিনা বিবির পরিবারের লোকজনেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে মৃত আব্দুল রউফ মোল্লা পরিবারের লোকজন। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার চকবাগির ঘটনা। মৃত আব্দুল রউফ মোল্লা পরিবারের লোকজন বক্তব্য, গণ্ডগোল মারধর করত। তাদের ভাই আব্দুল রউফ মোল্লাকে সন্দেহ করত তার স্ত্রী আমিনা বিবি। অন্য মহিলার সঙ্গে সম্পর্ক আছে ভেবেই প্রায়শই গণ্ডগোল মারধর করত।