কলকাতার রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা কন্টেনারে পুলকারের ধাক্কায় আহত পড়ুয়া-সহ ৩
প্রতিদিন | ১৪ নভেম্বর ২০২৪
অর্ণব আইচ: ফের শহরের রাস্তায় পথ দুর্ঘটনা। আহত এক পড়ুয়া-সহ তিনজন। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে। জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে ইএম বাইপাস লাগোয়া ধাপা রোডের পাশে দাঁড়িয়ে থাকা কন্টেনারে ধাক্কা মারে একটি পুলকার। তাতেই আহত হয় এক নাবালিকা পড়ুয়া, পুলকারের চালক-সহ তিন। আহত চালক রাজু দাস ও পড়ুয়া অঙ্কিতা পালকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিশ্চিন্তের বিষয়, কারও আঘাত তেমন গুরুতর নয় বলে হাসপাতাল সূত্রে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ ধাপা রোড ধরে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা কন্টেনারে ধাক্কা মারে পুলকারটি। ধাক্কার অভিঘাতে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আতঙ্কিত হয়ে পড়ে পড়ুয়ারা। গাড়ি থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে প্রগতি ময়দান থানার পুলিশ।
মঙ্গলবার সল্টলেকে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় চতুর্থ শ্রেণির এক পড়ুয়ার। মায়ের স্কুটি করে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় পড়ে গুরুতর আহত হয় সে। হাসপাতালে ভর্তি করার পর ওইদিনই মৃত্যু হয় তার। দুটি বাসের রেষারেষিতে এই ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। সেই ঘটনায় পুলিশ সাহায্য করেনি বলে অভিযোগ তোলে পরিবার। তাই পড়ুয়ার দেহ রেখে বিক্ষোভও চলে বেশ কিছুক্ষণ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনা কলকাতায়। পর পর এ ধরনের দুর্ঘটনায়, বিশেষত যেখানে ছোট ছোট স্কুলপড়ুয়ারা বিপদে পড়েছে, তাতে পথ নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠে গেল।