পর পর দুদিন, কলকাতা পুরসভায় ফের সাপের হানা, আতঙ্কে কাঁটা আধিকারিকেরা
প্রতিদিন | ১৪ নভেম্বর ২০২৪
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর পর দুদিন! ডেপুটি মেয়র অতীন ঘোষের ঘরের পর কাউন্সিলরদের ক্লাবের বারান্দায়! বৃহস্পতিবার সকালে ফের সাপের হানা কলকাতা পুরসভায়। খবর পেয়ে সাপের খোঁজে তল্লাশি চালায় বনদপ্তরের কর্মীরা। এর জেরে আতঙ্ক সৃষ্টি হয় পুরসভা চত্বরে।
এদিন সাপের দেখা মিলতেই খবর দেওয়া হয় বনদপ্তরে। বন কর্মীরা নির্দিষ্ট বারান্দায় চিরুনি তল্লাশি চালান। তবে খালি হাতেই ফিরতে হয়েছে তাঁদের। পুরকর্মীদের সঙ্গে কথা বলার পর বনকর্মীদের অনুমান করছেন, যে সাপটি দেখা গিয়েছে তা বিষাক্ত নয়। ইঁদুরের খোঁজে এসে থাকতে পারে। এই ঘটনায় চিন্তার ভাঁজ পড়েছে পুরসভার আধিকারিকদের কপালে। সাপ পাওয়া না গেলেও আতঙ্ক ছড়িয়েছে।
উল্লেখ্য, বুধবার দুপুর ১২টা নাগাদ অতীন ঘোষের ঘরে সাপ দেখা গিয়েছিল। তবে তিনি সেই সময় পুরসভায় ছিলেন না। গতকালও বনদপ্তেরর কর্মীরা তল্লাশি চালান। যদিও খালি হাতেই ফিরতে হয়েছিল তাঁদের। সেই রেশ কাটতে না কাটতেই ফের সাপের হানা বৃহস্পতিবার।
কোথা থেকে আসছে সাপ? আধিকারিকদের একাংশের মতে, পুরসভার মতো পুরনো বাড়ির পরিত্যক্ত ঘরে সাপ থাকার সম্ভাবনা রয়েছে। ইঁদুর ও অন্যান্য পোকামাকড়ও থাকতে পারে বলে ধারণা। এর আগে সদর কার্যালয়ে একটি সাপ দেখা দিয়েছিল। কয়েকজন কর্মী সেই সাপটিকে পিটিয়ে মারে। সেই কাণ্ড ঘিরে তদন্ত কমিটিও গড়েছিল পুরসভা। যদিও এর পরেই গত দুদিনের ঘটনায় প্রমাণিত সাপমুক্তি হয়নি পুরসভা ভবনের।