• আরজি কর-কাণ্ডে ধৃতের মন্তব্য নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যপালের রিপোর্ট তলব, কটাক্ষ স্পিকার বিমানের
    আনন্দবাজার | ১৪ নভেম্বর ২০২৪
  • আরজি কর-কাণ্ডে বিচারাধীন ‘ধর্ষক ও খুনি’-র অভিযোগ, কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল তাঁকে ফাঁসিয়েছেন। অভিযুক্তের অভিযোগকে মোটেই লঘু করে দেখছে না রাজভবন। ওই অভিযোগের পর আইপিএস অফিসার গোয়েল সম্পর্কে রাজ্যের অবস্থান কী, তা জানতে চেয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের এই রিপোর্ট তলব করার বিষয়টিকে এক্তিয়ার-বর্হিভূত বলে মন্তব্য করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

    বৃহস্পতিবার দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন পালনের অনুষ্ঠানে যোগ দিতে বিধানসভায় এসেছিলেন স্পিকার। সেখানেই রাজ্যপালের এই রিপোর্ট চাওয়ার বিষয়ে তাঁর প্রতিক্রিয়া, ‘‘এ সবের কোনও মানে হয় না। তিনি এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করেন। রাজ্যপালের বোঝা উচিত কার এক্তিয়ার কতটা। অনেকেই তো বলছেন, একে পদত্যাগ করতে হবে, ওকে পদত্যাগ করতে হবে। তবে কি সব দাবি মেনেই সবাইকে পদত্যাগ করতে হবে? এর কোনও অর্থই হয় না।’’ তিনি আরও বলেন, ‘‘কেউ যদি রাজ্যপালের পদত্যাগ চান, সে ক্ষেত্রে উনি কার কাছে জবাব চাইবেন?’’

    রাজ্যপালের নাম না করে বিমান আরও বলেন, ‘‘পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা অত্যন্ত ভাল অবস্থায় রয়েছে। বাংলার মানুষ দু’বেলা দু’মুঠো খেয়ে বেঁচে থাকতে পারছেন। কেন্দ্রীয় সরকার নিজেদের দায়িত্ব পালন করছে না। কিন্তু মুখ্যমন্ত্রী নিজের উদ্যোগেই আবাস প্রকল্প-সহ নানা প্রকল্পের অর্থ জোগাড় করছেন।’’

  • Link to this news (আনন্দবাজার)