• আগামী ৫ দিন তিন থেকে চার ডিগ্রি কমবে রাতের তাপমাত্রা, রাজ্যে শীত কি তবে চলেই এল?
    আনন্দবাজার | ১৪ নভেম্বর ২০২৪
  • সপ্তাহান্তে তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমবে। তবে পারদপতন হলেও শীতের আগমন নিয়ে কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।

    পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুকনো আবহাওয়া থাকবে। কোথাও আর বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে দার্জিলিঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই দিনাজপুর এবং মালদহে আগামী দু’দিন সকালের দিকে ঘন কুয়াশা থাকতে পারে। কমতে পারে দৃশ্যমানতা। তাই পথচারী এবং গাড়িচালকদের সতর্ক করা হয়েছে।

    হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের উপরে পশ্চিমবঙ্গের কাছাকাছি এই মুহূর্তে কোনও নিম্নচাপের সম্ভাবনা নেই। নিম্নচাপ রয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। তার প্রভাবে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে, জানিয়েছে হাওয়া অফিস। নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই তাই উত্তুরে হাওয়ার দরজা খুলে যাচ্ছে। সেই কারণে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে জাঁকিয়ে শীত পড়তে এখনও দেরি আছে। আলিপুর তা নিয়ে কোনও পূর্বাভাস দেয়নি।

    বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু’দিন রাতের তাপমাত্রা কমলেও দিনের তাপমাত্রায় হেরফের হওয়ার বিশেষ সম্ভাবনা নেই।

  • Link to this news (আনন্দবাজার)