বৃহস্পতির দুপুরে হঠাৎই আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের একটি ওটির ফল্স সিলিংয়ের একাংশ ভেঙে পড়ে। তবে সেই সময় অপারেশন থিয়েটার বন্ধ থাকায় কোনও রোগী বা পড়ুয়া আহত হননি। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা বলেন, ‘‘গত বেশ কিছু দিন ধরেই পিডব্লিউডি-র তত্ত্বাবধানে হাসপাতাল চত্বরে সংস্কারের কাজ চলছে। সার্জারি বিভাগেরও কিছু কিছু জায়গায় ভাঙাভাঙির কাজ শুরু হয়েছে। তার জেরেই এই দুর্ঘটনা। তবে সিলিং ভেঙে পড়ে কেউ আহত হননি।’’
আরজি করেরই এক পড়ুয়া অবশ্য কর্তৃপক্ষের বিরুদ্ধে কলেজ ও হাসপাতালের রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগ তুলেছেন। ওই পড়ুয়া জানাচ্ছেন, দীর্ঘ দিন ধরে সার্জারি বিভাগের ওই অপারেশন থিয়েটারটির অবস্থা খারাপ ছিল। সংস্কারের জন্য একাধিক বার কর্তৃপক্ষের কাছে অভিযোগ-অনুযোগ করেও কোনও লাভ হয়নি। আর এক পড়ুয়া জানাচ্ছেন, ওই সময় অপারেশন থিয়েটারটি বন্ধ থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। তবে কর্তৃপক্ষের গাফিলতিতেই এই দুর্ঘটনা ঘটেছে, এমনটাই মনে করছেন আরজি করের পড়ুয়াদের অধিকাংশ।