কলকাতায় ফের সড়ক দুর্ঘটনা, সাইকেল আরোহীকে ধাক্কা স্কুল বাসের; বাইপাসে জখম স্কুল ছাত্র
আজ তক | ১৫ নভেম্বর ২০২৪
গত মঙ্গলবার বাসের রেষারেষির জেরে সল্টলেকে পথদুর্ঘটনায় প্রাণ গিয়েছিল চতুর্থ শ্রেণির পড়ুয়ার । পাশাপাশি ঘটনায় আহত হন শিশুটির মা ও বোন। এই ঘটনার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই ফের পথদুর্ঘটনা শহরে। পিয়ারলেস হাসপাতালের সামনে একটি স্কুল বাস ধাক্কা মারে একটি সাইকেল আরোহীকে। জানা যাচ্ছে পাঁচিল ভেঙে ঢুকে যায় বাসটি। খুব গুরুতর অবস্থায় আহত ওই সাইকেল আরোহীর চিকিৎসা চলছে পিয়ারলেস হাসপাতালে।
স্থানীয়দের দাবি স্কুল বাসটি এসে সাইকেল আরোহীকে ধাক্কা মারে। এতে তিনি গুরুতর জখম হন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে বৃহস্পতিবার দুর্ঘটনার কবলে পড়ে একটি পুলকার। জখম স্কুলছাত্র। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে বাইপাসে ধাপার কাছে। পুলিশ সূত্রের খবর, কন্টেনারের ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়েছে পুলকারের সামনের অংশ। গাড়ির চালক এবং এক স্কুল ছাত্র গুরুতর জখম হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে বাইপাসে ধাপার কাছে পুলকারের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে কন্টেনারের। দুর্ঘটনার পর পুলকারের চালক এবং জখম ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। গোটা ঘটনায় ফের বেপরোয়া চালকদের দৌরাত্ম্য নিয়ে উঠছে প্রশ্ন।