শালিমার স্টেশনে দুষ্কৃতী দৌরাত্ম্য, এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ
বর্তমান | ১৫ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: মুম্বই ফেরার জন্য শালিমার স্টেশনে ট্রেন ধরতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত এক ব্যবসায়ী। আজ, বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হাওড়ার শালিমার স্টেশনে। পুলিস সূত্রে খবর, বনি আমিন নামের ওই ব্যবসায়ী থাকেন মুম্বইতে। কিছুদিন আগে দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে তাঁর গ্রামের বাড়িতে সপরিবারে ঘুরতে এসেছিলেন। এদিন মুম্বই ফিরে যাওয়ার জন্য শালিমার স্টেশন থেকে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ধরার কথা ছিল তাঁর। সেই কারণেই আজ, বৃহস্পতিবার রাত আটটা নাগাদ গাড়ি নিয়ে শালিমার রেলস্টেশনের পার্কিং লটের সামনে পৌঁছন বনি আমিন। তাঁর সঙ্গে ছিলেন পরিবারের বাকি সদস্যরাও। অভিযোগ, গাড়ি থেকে জিনিসপত্র নামানোর সময়ে লাঠি, লোহার রড নিয়ে প্রায় ১০ থেকে ১৫ জন দুষ্কৃতী ওই ব্যবসায়ীর উপর চড়াও হয়ে। অনৈতিকভাবে টাকাও দাবি করে তারা। প্রতিবাদ করায়, তখনই ব্যবসায়ীর সঙ্গে দুষ্কৃতীদের বচসা শুরু হয়। অভিযোগ, ওই ব্যবসায়ী ও তাঁর এক ছেলেকে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। এমনকী লোহার রড দিয়ে মেরে ওই ব্যবসায়ীর মাথাও ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পাশাপাশি আরও অভিযোগ, ব্যবসায়ীর বড় ছেলের স্মার্টফোন ও টাকার ব্যাগ কেড়ে নিয়েছে ওই দুষ্কৃতীরা। জখম অবস্থায় ব্যবসায়ী বনি আমিনকে দক্ষিণ হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা হয় তাঁর। সূত্রের খবর, বি গার্ডেন থানায় একটি অভিযোগ দায়ের করেছে ব্যবসায়ীর পরিবারের সদস্যরা। ঘটনায় তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিস।