• শিক্ষকের ভূমিকায় বিডিও! খুদে পড়ুয়াদের দিলেন, মানুষ হওয়ার পাঠ...
    ২৪ ঘন্টা | ১৫ নভেম্বর ২০২৪
  • প্রদ্যুত দাস: সোশ্যাল মিডিয়ায় অপরিচিত কারও সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব করবে না। নিজের ছবি পোস্ট করবে না। অচেনা নম্বর থেকে ফোন এলে রিসিভ করবে না। বাবা মা বিয়ের জন্য জোর করলে বিডিওকে ফোন করবে। স্কুলে এসে বোঝালেন জলপাইগুড়ি প্রশাসন।

    শহরের সেন্ট্রাল গার্লস হাইস্কুলে আজ এই কর্মসূচি নেওয়া হয়। শিশু দিবস উপলক্ষ্যে তুলে দেওয়া হয় উপহার। ছিলেন সদরের বিডিও মিহির কর্মকার। ছাত্রীদের নিজের মোবাইল নম্বর দিয়ে বিডিও বলেন, আঠারো বছরের আগে বাড়ি থেকে বিয়ের জন্য জোর করলে তোমরা আমায় ফোন করবে। দিন রাত আমার ফোন খোলা। আমি পৌঁছে যাব তোমাদের বাড়ি।

    স্কুল পড়ুয়াদের জন্য সরকারি কী কী স্কিম রয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানোর পাশাপাশি বৃহস্পতিবার শিশু দিবস উপলক্ষে বেশ কিছু স্কুলের ছাত্রীদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি মিষ্টিমুখের আয়োজন সদর বিডিও এর। প্রশাসনের এই উদ্যোগে খুশি স্কুল পড়ুয়া থেকে কর্তৃপক্ষ। 

     

     

  • Link to this news (২৪ ঘন্টা)