ঘাটালে স্কুল ও কলেজের এনসিসি ক্যাডেটদের নিয়ে বাৎসরিক প্রশিক্ষণ শিবির
বর্তমান | ১৫ নভেম্বর ২০২৪
সংবাদদাতা, ঘাটাল: ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের স্টেডিয়ামে বেশ কয়েকটি কলেজ ও স্কুলের এনসিসি ক্যাডেটদের নিয়ে বাৎসরিক প্রশিক্ষণ শিবির চলছে। প্রত্যেকটি ক্যাডেটই ৪৫ বেঙ্গল ব্যাটেলিয়নের অধীনে। ঘাটাল কলেজের অধ্যাপক তথা অ্যাসোসিয়েট এনসিসি অফিসার(এএনও) কৌশিক প্রামাণিক জানান, ঘাটাল কলেজ ছাড়াও বেলদা, নাড়াজোল, মেদিনীপুর ডে ও মেদিনীপুর আইটিআই কলেজ সহ মোট ২২টি স্কুলের এনসিসি ক্যাডেট ওই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছে। মোট ৪০০ জন ক্যাডেটের মধ্যে ছাত্রী রয়েছেন ১৪১ জন। ১১ নভেম্বর থেকে শিবিরটি শুরু হয়েছে চলবে ১৮ তারিখ পর্যন্ত।
ওই আবাসিক প্রশিক্ষণ শিবিরে ক্যাডেটদের সামরিক প্রশিক্ষণ, প্যারেড ও মার্চিং, অস্ত্র পরিচালনা, নিরস্ত্র যুদ্ধ কৌশল, ফায়ারিং, শারীরিক প্রশিক্ষণ এবং প্রথমিক চিকিৎসা সহ নানা বিষয় শেখানো হচ্ছে। শিবিরে জীবনের প্রয়োজনীয় কৌশল, নেতৃত্ব ও ব্যক্তিত্ব বিকাশের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেনা বাহিনীর আধিকারিক এবং বিভিন্ন কলেজের এএনও’রা প্রশিক্ষণ দিচ্ছেন। কৌশিকবাবু বলেন, ‘এই শিবিরে ক্যাডেটদের সাহস বৃদ্ধির জন্য বিশেষ অ্যাডভেঞ্চার কার্যক্রমেরও আয়োজন করা হয়েছে।’-নিজস্ব চিত্র