• রঘুনাথপুরে ঝুলন্ত দেহ উদ্ধার
    বর্তমান | ১৫ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, রঘুনাথপুর: বৃহস্পতিবার রঘুনাথপুর থানার খাজুরা গ্রামে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম অসিত বাউরি(৪৭)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন অসিতবাবু বাড়িতে একাই ছিলেন। দুপুরে পরিবারের সদস্যরা বাড়িতে এসে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাঁকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিসের অনুমান, তিনি আত্মঘাতী হয়েছেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত হয়েছে। 
  • Link to this news (বর্তমান)