• কাঁথি মহকুমা হাসপাতালে চালু হতে চলেছে সিটি স্ক্যান
    বর্তমান | ১৫ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কাঁথি: নন্দীগ্রাম স্বাস্থ্যজেলার মধ্যে প্রথম সিটি স্ক্যান মেশিন বসল কাঁথি মহকুমা হাসপাতালে। বৃহস্পতিবার মেশিনটি ঠিকঠাক আছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যে মেশিনটি আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে পরিষেবা চালু করা হবে। এদিন পরীক্ষা-নিরীক্ষার সময় উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসিত দেওয়ান, হাসপাতালের সুপার অরূপরতন করণ,অ্যাসিস্ট্যান্ট সুপার মইদুল ইসলাম প্রমুখ। এছাড়া স্বাস্থ্যবিভাগের বিশেযজ্ঞ চিকিৎসক, পূর্তদপ্তরের ইঞ্জিনিয়াররা এবং টেকনিক্যাল বিভাগের লোকজন উপস্থিত ছিলেন। এদিন সকলের উপস্থিতিতে তিনজন রোগীর পরীক্ষামূলকভাবে সিটি স্ক্যান করা হয়। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, ট্রায়াল রানের রিপোর্ট স্বাস্থ্যদপ্তরের কাছে জমা দেওয়া হবে। অল্পদিনের মধ্যে স্বাস্থ্যদপ্তরের অনুমতিক্রমে সিটি স্ক্যান মেশিনটি চালু হবে। কাঁথি সহ গোটা নন্দীগ্রাম স্বাস্থ্যজেলা এলাকা তো বটেই, পার্শ্ববর্তী এগরা মহকুমার একটি অংশের মানুষজন উপকৃত হবেন। রোগী ও তাঁদের পরিজনদের অতিরিক্ত অর্থ খরচ করে বাইরে সিটি স্ক্যান করতে হবে না। তাঁদের খুবই সুবিধা হবে। এদিকে মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান মেশিন চালু হতে যাওয়ার খবরে রোগীর পরিজনরা খুশি। 
  • Link to this news (বর্তমান)