• তপনের কাকনায় রাস্তা, কালভার্টের দাবিতে ৬ ঘণ্টা অবরোধ বাসিন্দাদের
    বর্তমান | ১৫ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, তপন: পাকা রাস্তা ও কালভার্টের দাবিতে তপনের কাকনায় ৬ ঘণ্টা পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, নয় নম্বর আউটিনা গ্রাম পঞ্চায়েতের কাকনা থেকে হলিদানার রাস্তাটি দীর্ঘদিন বেহাল। বছর পনেরো আগে ঢালাই হলেও এখন কঙ্কালসার অবস্থা। ওই রাস্তাতেই রয়েছে একটি দুর্বল কালভার্ট। তার উপর দিয়ে ছোট গাড়ি, টোটো চলাচল করে। কয়েকবার গ্রাম পঞ্চায়েতে সংস্কার করার আবেদন জানিয়েও সুরাহা মেলেনি। এখন জমি থেকে ধান ট্রাক্টর বোঝাই করে বাড়িতে নিয়ে আসা হচ্ছে ওই কালভার্টের উপর দিয়েই। সেটি যে কোনও সময় ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন বাসিন্দারা। সেরকম কিছু হলে যাতায়াত বন্ধ হয়ে যাবে এলাকার বাসিন্দাদের। সেজন্যই ক্ষোভে এদিন পথ অবরোধ শুরু করেন তাঁরা। দীর্ঘ প্রায় ছ’ঘণ্টা পর ব্লক প্রশাসনের কর্তারা এবং তপন থানার পুলিস ঘটনাস্থলে গেলে তাঁদের আশ্বাসে অবরোধ তুলে নেন বাসিন্দারা। অবরোধকারী স্থানীয় বাসিন্দা বিরজু হেমরম বলেন,আমাদের এই রাস্তার সমস্যা দীর্ঘদিনের। ওই পথে হলিদানা হাইস্কুলের পড়ুয়ারা যাতায়াত করে। বর্ষার সময় জলকাদায় ভরে যায়। ভাঙাচোরা রাস্তা দিয়ে যেতে গিয়ে বছরের অন্যান্য সময় টোটো এবং অন্য যান উল্টে যায়। কালভার্টের উপর দিয়ে ট্রাক্টর যাচ্ছে বলে ভয় আরও বেড়েছে। প্রশাসন আমাদের আবেদনে একদম গুরুত্ব দিচ্ছে না। এবিষয়ে তপনের বিডিও তীর্থঙ্কর ঘোষ বলেন, ব্লক থেকে আমাদের অফিসাররা ঘটনাস্থলে গিয়েছিলেন। মাসখানেকের মধ্যে ভাঙা কালভার্টটি গ্রাম পঞ্চায়েতের তরফে ঠিক করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)