• ফাইলেরিয়া চিহ্নিত করতে এবার রক্তের নমুনা সংগ্রহ শুরু তপনে
    বর্তমান | ১৫ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, তপন: তপন ব্লকে ফাইলেরিয়ার নমুনা সংগ্রহ শুরু হল। পার্শ্ববর্তী জেলায় ফাইলেরিয়ার প্রাদুর্ভাব রয়েছে। তার জেরে ব্লক স্বাস্থ্যদপ্তর রক্তের নমুনা সংগ্রহ শুরু করছে। বুধবার রাতে তপনের রামপাড়া চেঁচড়া গ্রাম পঞ্চায়েতের মুক্তারামপুরে প্রথমদিনের নমুনা সংগ্রহ শিবির বসে। রাতে উৎকৃষ্ট মানের নমুনা পাওয়া যায় বলে জানিয়েছে দপ্তর। সেই জন্য রাত সাড়ে আটটা থেকে রাত ১২টা পর্যন্ত নমুনা সংগ্রহ শিবির চলে। ‘নাইট ব্লাড সার্ভে’ নাম দিয়ে এই কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার তপন চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের মুরারীপুরে শিবির হয়। স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, একপ্রকার পরজীবীর প্রভাবে এই রোগের লক্ষণ দেখা দেয়। মশা এই রোগের বাহক। মালদহ জেলায় এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তাই সতর্কতা নেওয়া হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলাতেও। এজন্য সচেতনতামূলক এবং রোগ নিরাময় করতে বিভিন্ন কর্মসূচি করে স্বাস্থ্যদপ্তর।  যেহেতু পার্শ্ববর্তী জেলায় প্রাদুর্ভাব রয়েছে, তাই দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি ব্লকে পরীক্ষামূলকভাবে এই কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্যদপ্তর। তপন ব্লকে দুটি শিবির করা হয়। বুধবার একটি শিবির হয়েছে। বৃহস্পতিবার একটি শিবির হয়েছে। প্রতিটি শিবিরে ৩৫০জন করে দু›দিনে দু’টি শিবির মিলিয়ে ৭০০ জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়। এই ব্যাপারে তপনের বিএমওএইচ ডঃ অঙ্কুর দাসকর্মকার বলেন, যদি নমুনা সংগ্রহের এক শতাংশ মানুষের শরীরে এই রোগের সংক্রমণ লুকিয়ে থাকে, তাহলে আমরা ধরে নেব জেলায় এই রোগ রয়েছে।  সেক্ষেত্রে আমরা রোগটি নিরাময়ের ব্যবস্থা করব।  এই রোগে আক্রান্ত ব্যক্তিদের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। বুধবার মুক্তারামপুর এবং বৃহস্পতিবার মুরারীপুরে পরীক্ষামূলকভাবে রক্তের নমুনা সংগ্রহ করা হচ্ছে। সাতদিনের মধ্যে নমুনার রিপোর্ট প্রকাশ করা হবে বলে জানিয়েছে দপ্তর।  তপনের মুক্তারামপুরে শিবির করে রক্তের নমুনা সংগ্রহ করা হচ্ছে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)