উদ্বোধনের পর ন’মাস কেটে গেলেও এখনও চালু হল না এসডব্লুএম হাব
বর্তমান | ১৫ নভেম্বর ২০২৪
সংবাদদাতা, হলদিবাড়ি: উদ্বোধনের নয় মাসের পেরিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত চালু হল না হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হাব। দেওয়ানগঞ্জ কর্মতীর্থ ভবন সংলগ্ন জমিতে তৈরি প্রকল্পটি কোনও কাজেই আসছে না। প্রকল্পস্থলে চষে বেড়াচ্ছে গবাদিপশু। যদিও গ্ৰাম পঞ্চায়েত কর্তৃপক্ষের দাবি, কিছু সমস্যার কারণে প্রকল্পটি চালু করা সম্ভব হচ্ছে না। তবে দ্রুত তা চালু করতে সবরকম উদ্যোগ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, দেওয়ানগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এ বছরের জানুয়ারি মাসে সাধারণতন্ত্র দিবসের দিন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হাবটির উদ্বোধন করা হয়। গ্রামবাসীদের অভিযোগ, নয় মাস আগে প্রকল্পের উদ্বোধন করা হলেও এখনও পর্যন্ত চালু করা সম্ভব হয়নি। ফলে দেওয়ানগঞ্জ বাজারে ও রাস্তার পাশেই জমছে আবর্জনার স্তূপ। তৈরির পরেও সেটি তালাবন্ধ অবস্থায় পড়ে থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশপ্রেমী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।
গ্রামবাসী বিক্রম রায়, মিলন রায় বলেন, দীর্ঘদিন ধরেই আমরা হলদিবাড়ি ব্লক প্রশাসনের কাছে দেওয়ানগঞ্জ বাজারের আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য ডাম্পিং গ্রাউন্ড বা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প চালুর দাবি জানিয়েছিলাম। এরপর গত জানুয়ারি মাসে প্রকল্পটির উদ্বোধন করা হলেও তালাবন্ধ অবস্থায় পড়ে আছে সেটি। যার কারণে দেওয়ানগঞ্জ বাজারের বিভিন্ন জায়গায় আবর্জনা জমে থাকছে। ফলে দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা। এভাবে প্রকল্প তৈরি করে তা কাজে না এলে লাভ কি, প্রশ্ন ভুক্তভোগী বাসিন্দাদের।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের প্রধান পম্পা রায় জানান, কিছু সমস্যার কারণে প্রকল্পটি পুরোপুরি চালু করা সম্ভব হয়নি। দুর্গাপুজো, কালীপুজো শেষ হয়েছে। দ্রুত প্রকল্পটি যাতে চালু করা যায় তার উদ্যোগ নেব।